Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ইউনিয়ন

৫নং ইউনিয়ন পরিষদটি জেলা সদর হতে প্রায় ২৩ কি:মি: এবং উপজেলা সদর হতে ৩ কি:মি: পূর্বে কয়ারপাড়া গ্রামে যশোর চৌগাছা মহা সড়কের পার্শে অবস্থিত। এর উত্তর দিকে পাতিবিলা ইউনিয়ন , দক্ষিনে ধুলিয়ানি ইউনিয়ন,পূর্বে সিংহাঝুলি ইউনিয়ন। পশ্চিমে কপোতাক্ষ নদ ও চৌগাছা পৌরসভা। ৭টি গ্রামের মধ্যে স্থানে অবস্থিত চৌগাছা ইউনিয়ন পরিষদ।শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান পালন ও খেলাধুলা নিয়ে তার আপন গতিতে চলমান।

 

১)নাম-৫নং চৌগাছা ইউনিয়ন পরিষদ।

২)আয়তন – ৬.৭৫ বর্গ কি:মি:

৩)লোকসংখ্যা: ১২০৯৯ জন।(ফেব্রুয়ারি ২০১০ জন্ম নিবন্ধন অনুসারে।)

     পুরুষ – ৬১৭৪ জন ।

     মহিলা – ৫৯২৫ জন।

     মুসলিম – ১১০৫৬ জন।

     হিন্দু – ১০৪৩ জন।

জনসংখ্যার ঘনত্ব – ১৭৯৯ জন । ( প্রতি বর্গ কি: মি:)

৪)গ্রামের সংখ্যা: ৮ টি।

৫)মৌজার সংখ্যা: ৭ টি।

৬)হাট/বাজারের সংখ্যা- নাই।

৭)উপজেলা থেকে যোগাযোগের ব্যবস্থা-  ইজি বাইক, ভ্যান ও বাস এর  মাধ্যমে।

৮) স্বাক্ষরতার হার: ৬২.৫০%।

৯)সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ৩ টি।

১০) রেজি: প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ২ টি।

১১) মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সংখ্যা – নাই ।

১২)জে,এস,সি ও এস,এস,সি পরীক্ষার কেন্দ্র- নাই ।

১৩)মাদ্রাসা- নাই।

১৪)দায়িত্বরত চেয়ারম্যান- মোঃ রফিকুল ইসলাম।

১৫) ধর্মিয় উপসনালয়:

     ক। মসজিদের সংখ্যা – ২১ টি।

     খ। মন্দিরের সংখ্যা –

১৬)ঐতিহাসিক পর্যটন স্থান-২টি।

১৭) স্যানিটেরী ল্যাট্রিন ব্যবহারের হার – ১০০%

১৮) সুপেয় পানি ব্যবহার কারীর হার – ৭০ %

১৯) প্রধান পেশা – কৃষি।

কৃষি – ৯০ % সরকারী চাকুরি – ১% বেসরকারী – ২% অন্যান্ন ৭ %।

২০) মোট জমি – ২৪১০ হেক্টর।

 মোট আবাদি জমি – ১৪১০ হেক্টর।

*জমির ব্যবহার

 ক। এক ফসলি - ৪৫ হেক্টর।

 খ। দুই ফসলি – ৬৪৩ হেক্টর।

 গ। তিন ফসলি – ৭১৭ হেক্টর ।

 ঘ। তিন এর অধিক – ৩৫ হেক্টর‌।

      ঙ। মোট ফসলি জমি – ১৪৪০ হেক্টর।

২১) ফসলের নিবিড়তা – ২৫১.৫২%

২২) বাওড়ের  সংখ্যা – ১ টি।

২৩) বিলের সংখ্যা – ১টি। 

২৪) মোট রাস্তা – ৪২.৫০ কি:মি: ।

২৫) নলকুপের সংখ্যা –

     ক। হস্ত চালিত – ২৫৩০ টি।

     খ। অগভীর – ৩৭৭ টি।

     গ। গভীর – ৫ টি।

২৬) স্বাস্থ ক্লিনিক – নাই।

২৭) পোষ্ট অফিস – নাই।

২৮) ব্লকের সংখ্যা – ২ টি।

২৯)ইউপি নতুন ভবন স্থাপিত কাল: ১৭/৮/২০০৫ ইং

৩০)নবগঠিত পরিষদের বিবরণ:

            শপথ গ্রহনের তারিখ:

            প্রথম সভার তারিখ:

            মেয়াদ উত্তীর্নের তারিখ:

 

৩১)গ্রাম সমূহের নাম:

     উত্তর কায়ারপড়া, দক্ষিন কয়ারপাড়া, লস্করপুর,মনমথপুর,চাদপুর (আংশিক ) বেড়গোবিন্দপুর,দিঘলসিঙ্গা,মশ্যমপুর,

৩২)ইউনিয়ন পরিষদের জনবল

  নির্বাচিত পরিষদ সদস্য: ১৩জন

  ইউনিয়ন পরিষদ সচিব: ১জন

  ইউনিয় গ্রাম পুলিশ   : ৯